নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার আহত হওয়ার জন্য যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে, তবে তার আগে ১৯৭১ সালের অপরাধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা উচিত।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে বেগমগঞ্জে তিনি জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদ যোদ্ধা আবদুল কাইয়ুম আহাদ ও আসিফ হোসেনের কবর জিয়ারত ও তাদের পরিবারের খোঁজ খবর নেন। এরপর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বুলু উল্লেখ করেন, বর্তমান সরকারের বিরুদ্ধে যে আন্দোলনগুলো হচ্ছে, তাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বিএনপি নেতাকর্মীদের। তিনি বলেন, যারা একাত্তরকে অস্বীকার করে, ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে মানতে নারাজ এবং ৫ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে প্রচার করে-এসেরা বাস্তবে বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানকেই প্রশ্নবিদ্ধ করছে। তার ভাষ্যে, এ ধরনের ব্যক্তিদের নাগরিকত্ব ও ভোটাধিকারের কোনো অধিকার থাকা উচিত নয়।
বুলু আরও বলেন, পিআর পদ্ধতি বলে যে বচসা তৈরি হচ্ছে তা দিয়ে দেশের নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার পশ্চাদপট আছে এবং এসব কাজ হচ্ছে অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য।
আইনশৃঙ্খলা ও সাম্প্রতিক অগ্নিকাণ্ডের প্রসঙ্গে তিনি জানান, ভূরাজনীতির স্বার্থে নানা ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচনকে ব্যাহত করতে চাইছে।
এ দিনের উপস্থিতিতে বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতারা ছিলেন।