২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মাসান’ দিয়ে বলিউডে পা রাখেন শ্বেতা ত্রিপাঠি। এই ছবির মাধ্যমে অভিনয়জগতে নিজেকে তুলে ধরেছিলেন তিনি।
সম্প্রতি ছবিটির ১০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় দৈনিক ‘অমর উজালা’ কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা ফিরে যান তাঁর ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে।
শ্বেতা বলেন, 'মাসান’ যে ১০ বছর পেরিয়ে গেছে, ভাবতেই হৃদয় ভরে যায়। এই ছবিই আমাকে পরিচিতি দিয়েছে, আমার ভালোবাসা ও আবেগ তুলে ধরেছে। যদি ১০ বছর আগের শ্বেতার সঙ্গে দেখা হতো, আমি তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতাম।
শুধু তাঁর নয়, এই ছবিটি ছিল ভিকি কৌশলেরও অভিষেক। সহশিল্পী ভিকির প্রসঙ্গে শ্বেতা বলেন—
"ভিকির সঙ্গে একবার কাজ করলে, আবারও করতে ইচ্ছা করে। সে শুধু ভালো অভিনেতা নয়, দারুণ মানুষও।"
শ্বেতা এখন প্রযোজনার দিকেও এগোচ্ছেন। বললেন, এমন গল্প বলব, যা আমার হৃদয় থেকে দর্শকের হৃদয়ে পৌঁছাবে দেশ-সংস্কৃতি পেরিয়েও।
‘মাসান’-এর পর ‘মির্জাপুর’, ‘ইয়ে কালি কালি আঁখে’, ‘কালকূট’সহ একাধিক সিরিজে তাঁর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। অভিনয় ও প্রযোজনার মধ্য দিয়ে সেই ধারা বজায় রাখতে চান তিনি।