জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ প্রতিক্রিয়া জানান।
নাহিদ ইসলাম বলেন, দেশের বিচারিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক রায়। তিনি বলেন, “রায় ঘোষিত হয়েছে, তবে তা কার্যকর না হলে ন্যায়বিচার পূর্ণতা পাবে না। জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের প্রকৃত শান্তি রায় বাস্তবায়নের মধ্য দিয়েই আসবে।”
তিনি অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তাঁর দাবি, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এটি বিশ্বব্যাপী একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হবে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, এই রায়ের পিছনে সব রাজনৈতিক দল, আহত–শহীদ পরিবার এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের অবদান আছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দলগতভাবেও বিচার নিশ্চিত করতে হবে।
আগামীতে বিচার প্রক্রিয়া যাতে বাধাহীনভাবে এগিয়ে যেতে পারে, সে জন্য সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।