কুষ্টিয়ার মিরপুরের এর মালিহাদ ইউনিয়নের মালিহাট নতুন পাড়ার অসহায় বিধবা নারী অম্বিয়া বেগম সরকারি খাস জমিতে বসবাস করেন। কিছুদিন আগে অসহায় দরিদ্রতার শিকার অম্বিয়া বেগমের স্বামী রইস উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে অসহায় অবস্থায় মানবতার দিন পার করছিলেন এই বিধবা নারী। পরবর্তীতে মালিহাদ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বিষয়টি কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত কে জানান।
পরবর্তীতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এক বস্তা চাউল সহ এক মাসের সমস্ত বাজার নিয়ে অসহায় এই নারীর বাড়িতে হাজির হন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এ সময় তিনি অসহায় নারীকে তার সারা জীবনের দেখভাল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় ভুক্তভোগে নারী অম্বিয়া বেগম বলেন, কিছুদিন আগে অর্থ অভাবে চিকিৎসা করতে না পারায় এলাকার মানুষজন টাকা তুলে তার স্বামীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। এর কয়েকদিন পরেই তার স্বামী মারা যান।তারপর থেকেই অসহায় ভাবে দিন পার করছিলেন তিনি।
এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় অসহায় এই নারীকে এক মাসের খাবার তিনি হাতে তুলে দিয়েছেন। এ অসহায় নারীর যত দিন বেঁচে থাকবেন ততদিন ওই নারী কে দেখভাল করবেন বলে জানান তিনি।
সাইফ উদ্দীন আল-আজাদ
নিজস্ব প্রতিনিধি