নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এবার মারা গেছেন তাহেরা আক্তার (৫৫)। তার এক মাস বয়সী নাতি রাইয়ান ওরফে ইমাম উদ্দিনের মৃত্যুর একদিন পর তিনি প্রাণ হারালেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দুই জনে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাহেরা। এর আগে গত রোববার চিকিৎসকরা তার নাতি ইমাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত তাহেরা আক্তার কুমিল্লার দেবীদ্বার থানার দলাশ গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। তিন মাস আগে তিনি মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন সিদ্ধিরগঞ্জে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামাতা তানজিল ওরফে তানজু বলেন, সোমবার সন্ধ্যায় আমার শাশুড়ির মৃত্যু হয়েছে। মরদেহ প্রথমে সিদ্ধিরগঞ্জে আনা হবে, পরে নিজ গ্রামে দাফন করা হবে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন তাহেরা আক্তার, তার মেয়ে আসমা বেগম (৩৫), নাতনি তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও নবজাতক ইমাম উদ্দিন।
দগ্ধ পরিবারের দাবি, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকেই দুর্ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ফ্রিজের কম্প্রেসারের গ্যাস লিকেজ থেকেও বিস্ফোরণ হতে পারে।