বরগুনার পাথরঘাটা উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে এক মাদক কারবারিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট মো: আবুল কাশেম।
আটককৃত মাদক কারবারি মো: মামুন (৩৫) পাথরঘাটার শেখ ইউনুস আলী সড়কের মো: আফজাল হোসেনের ছেলে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ৮ নভেম্বর সন্ধ্যা ৬ঘটিকায় পাথরঘাটা স্টেশন কোস্টগার্ড কর্তৃক বরগুনার পাথরঘাটা উপজেলার বাইনচোটকি ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৫ হাজার টাকা মূল্যের ৯০ পিস ইয়াবা ও নগদ ৪২০ টাকা সহ আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানা হস্তান্তর করা হয়।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মহিবউল্লাহ কিরন,বরগুনা