সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিএনপির দুই গোষ্ঠীর মধ্যে গত বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর (লুনা) সমর্থক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নে হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উভয় পক্ষের লোকজন পৌর শহরে ফিরার পথে রাত ৯টার দিকে বাসিয়া ব্রিজ এলাকায় কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ রাত সাড়ে ১০টা পর্যন্ত চলতে থাকে, যার কারণে বাজারের দোকানপাট ও যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন, যদিও তাদের পরিচয় এখনও জানা যায়নি। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে; বিস্তারিত পরে জানানো হবে।
বিএনপির অভ্যন্তরীণ সূত্র জানায়, সিলেট-২ আসনে দলীয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তাহসিনা রুশদী। অন্যদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, এই আসনে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ নিয়ে দলের দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে।