চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর একজন ইউনিয়ন পর্যায়ের নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) রাতে নগরের হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও মাদ্রাসা শিক্ষক জি এম ইলিয়াস (৬০)।
জি এম ইলিয়াস ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেড়াজালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত এম নেছারুল হক তালুকদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি নগরের বাকলিয়ার রসুলবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার মেয়ে এবারের এইচএসসি পরীক্ষার্থী এবং ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন তিনি। পথে আমানবাজার এলাকায় হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে এসে পড়ে। সেটিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজা শহিদুল্লাহ তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতের চকবাজার ওয়ার্ড শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদ জানান, জি এম ইলিয়াস সুয়াবিল ইউনিয়ন জামায়াতে ইসলামের দায়িত্বশীল একজন নেতা ছিলেন।
শনিবার ফটিকছড়ির নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।এক্সযস[প- ৯অই০