পাবনার ভাঙ্গুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রেজাউল করিমের ‘সিজদা’ সংক্রান্ত বক্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে উদ্দেশ করে তিনি বলেন, “যারা বিএনপি করেন, তাদের তুহিনের পায়ে সিজদা করতেই হবে।”
গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে চাটমোহরের বালুচর মাঠে বিএনপির জনসভার আগে ছাত্রদলের এক আনন্দ মিছিল শেষে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বক্তব্যে রেজাউল করিম আরও বলেন, “তুহিনের বিরুদ্ধে কেউ অপপ্রচার বা বিরোধিতা করলে এর প্রতিফল তাকে পেতেই হবে। তার কোনো বিকল্প নেই।”
তবে তার এই বক্তব্য ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলীয় নেতারাই। চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম বলেন, “এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বক্তব্য হতে পারে না। ধর্ম ও দলের বিরুদ্ধে এমন উসকানিমূলক বক্তব্যের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই উন্মাদ নেতার বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। যারা তাকে এমন বক্তব্য দিতে উৎসাহ দিয়েছেন, তারাও শাস্তির আওতায় আসুক।”
এ ঘটনায় দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলেও জানান নেতারা। রেজাউল করিমের মন্তব্য নিয়ে তার প্রতিক্রিয়া জানতে একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।