সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষকদের মুখে ক্ষোভ-সরকারি সার তারা পাচ্ছেন না সময়মতো, অথচ একই সার যাচ্ছে অন্য উপজেলার বাজারে। এমনই অভিযোগ উঠেছে বিসিআইসি অনুমোদিত দুই ডিলারের বিরুদ্ধে।
উপজেলার মেঘাই বাজারের মেসার্স সমশের ট্রেডার্স সরকারি সার পাচার করছে কাজিপুরের বাইরে সিরাজগঞ্জ সদর, বগুড়ার ধুনট ও শেরপুর উপজেলায়। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে শত শত বস্তা সার ভ্যান ও নৌকায় করে পাচার হয়। একাধিকবার ধরা পড়লেও প্রশাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেই।
অন্যদিকে, সোনামুখী বাজারের মেসার্স বকুল ট্রেডার্স সরকার নির্ধারিত ১,৩৩০ টাকার পরিবর্তে প্রতি বস্তা সার বিক্রি করছেন ১,৩৫০ টাকায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষকরা।
স্থানীয় কৃষকরা বলেন, আমরা সময়মতো সার পাই না, অথচ বাজারে দেখি অন্য এলাকার লোক এসে কিনে নিয়ে যাচ্ছে। এতে আমাদের চাষাবাদে সমস্যা হচ্ছে।
মেসার্স বকুল ট্রেডার্সের প্রতিনিধি শফিউজ্জামান স্বীকার করেন, আগে কয়েক বস্তা সার অনুমোদনবিহীন বিক্রেতার কাছে বিক্রি করেছি, তবে এখন বন্ধ রেখেছি।
কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, সরকারি সার নির্ধারিত সীমানার বাইরে বিক্রির অনুমতি নেই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা বলেন, জেলা অফিস থেকেও তদন্ত করা হবে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের অভিযোগ-নজরদারি জোরদার না হলে এমন অনিয়ম চলতেই থাকবে, আর ক্ষতিগ্রস্ত হবেন কৃষকরাই।
জলিলুর রহমান জনি
সিরাজগঞ্জ প্রতিনিধি