ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাস যাত্রা উপলক্ষে আয়োজিত পার্টিতে নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের দিকে মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে এ ঘটনা ঘটে। পরে রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনন্দপুরের বরকতউল্লাহ সমাজের সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছেন। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে মুন্সীরহাটস্থ উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে পার্টি আয়োজন করেন।
ওই অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য সন্দেহে আটক করেন এবং পুলিশে খবর দেন। উপস্থিত ছিলেন ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন এলাকার ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ কিশোর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরদের জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের থানায় নিয়ে গিয়ে যাচাই-বাছাই শেষে ভোরে অভিভাবকের জিম্মায় ছাড় দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কিশোরের অভিভাবক অভিযোগ করেন, পার্টিতে যোগ দিতে তাদের সন্তান যাওয়া মাত্রই বিএনপি নেতা গোলামের নেতৃত্বে কিছু লোক তাদের ‘ছাত্রলীগ’ বানিয়ে আটক ও হয়রানি করেছে।
অন্যদিকে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ দাবি করেন, ঘটনাস্থলে তিনি প্রশাসনকে অবহিত করেছেন এবং কোনো টাকা দাবি বা অন্য কোনো অবৈধ প্রক্রিয়ায় তার সম্পৃক্ততা নেই।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আটক কিশোরদের কেউ থানায় অভিযোগ দায়ের করা হয়নি। যাচাই-বাছাই শেষে ভোর সাড়ে ৪টার দিকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।