স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা না করতে হয়, সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, “আশা করি, আগামী দিনে কেউ স্বৈরাচার হতে চাইলে জনগণ সঙ্গে সঙ্গে তাদের পতন ঘটাবে। কারণ জনগণ রাস্তায় নামলে কোনো শক্তিই তাদের থামাতে পারে না।”
তিনি জানান, কোনো স্বৈরাচার যেন ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে উদ্দেশ্যে প্রতিবছরই জুলাই মাসজুড়ে কর্মসূচি পালন করা হবে। এ সময় তিনি গত বছরের প্রতীকী দিনগুলোকে পুনরুজ্জীবিত করার কথা বলেন এবং সেই আন্দোলনে শহীদ ও আহতদের লক্ষ্য বাস্তবায়নে নতুন করে শপথ নেওয়ার ঘোষণা দেন।
ড. ইউনূস আরও বলেন, “জুলাই-আগস্টের এই পুনরুত্থান কর্মসূচি সফল হোক। আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, ঐক্য সর্বমুখী ও অটুট হোক।”
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তৃতায় বারবার উঠে আসে গণতন্ত্র, জনগণের শক্তি এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান।