চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্ত্রীর কাছে ইয়াবা কেনার টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দিয়েছেন এক ব্যক্তি। এতে ঘরের অধিকাংশ মালামাল পুড়ে গেলেও দৌড়ে প্রাণে বাঁচেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার বারোআনি গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম সুজন (৫০)।
পুলিশ, পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইয়াবা কেনার জন্য স্ত্রী পেয়ারা বেগমের কাছে টাকা চান সুজন। টাকা না পেয়ে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি ঘরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। সেই সময় তাঁর স্ত্রী ও দুই মেয়ে ঘরের ভেতরেই ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে তাঁরা দৌড়ে বাইরে চলে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরের বেশির ভাগ মালামাল পুড়ে যায়। পরে উত্তেজিত জনতা সুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সুজনের স্ত্রী পেয়ারা বেগম বলেন, “আমার স্বামী একজন মাদকাসক্ত। ইয়াবা কেনার টাকা না পেয়ে আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অভিযুক্ত সুজনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।