দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হলো বহুল আলোচিত সিনেমা ‘নন্দিনী’র। পরিচালক সোয়াইবুর রহমান রাসেল জানালেন, আগামী ১২ সেপ্টেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে মুক্তির প্রস্তুতি হিসেবে পোস্টার, ব্যানার তৈরি ও প্রচারণার কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। আগামীকাল প্রকাশ্যে আসছে সিনেমাটির ট্রেলার।
পরিচালক বলেন, এখন সিনেমাটি রিলিজ করা দরকার। গত বছর ২ আগস্টকে লক্ষ্য করে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু নানা কারণে সম্ভব হয়নি। এবার আর বসে নেই, সেপ্টেম্বরেই মুক্তি দিতে চাই। আশা করছি সময়টা আমাদের জন্য ভালো হবে।
এর আগে ২০২৩ সালের জুলাইতে পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান নয়নতারা লিমিটেড জানিয়েছিল, আগস্টের প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি পাবে। কিন্তু কোটা সংস্কার আন্দোলন, গণ-অভ্যুত্থানসহ রাজনৈতিক পরিস্থিতির কারণে মুক্তি পিছিয়ে যায়।
হার না মানা এক তরুণীর সংগ্রাম নিয়েই নির্মিত হয়েছে ‘নন্দিনী’। ছবিতে নায়িকা নাজিরা মৌকে দেখা যাবে তিনটি ভিন্ন রূপে। সাংবাদিক পলাশ চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ অনেকে।
সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালে। একাধিকবার শুটিং বন্ধ হয়ে গেলেও পরে শেষ হয় কাজ। করোনা মহামারির সময় শেষ হয় পোস্ট–প্রোডাকশনের কাজও। প্রায় দুই বছর আগে সেন্সর ছাড়পত্র পেলেও নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী সময়ে দুই ঈদের কারণে মুক্তি পিছিয়ে যায়।
‘নন্দিনী’ নির্মিত হয়েছে লেখক পরিতোষ বাড়ৈর উপন্যাস ‘নরক নন্দিনী’ অবলম্বনে। চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান।