মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে ছয় মাস বয়সী জমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। নিহত দুই শিশুর বাবা ও মা–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দি এলাকায় শিশুদের নিজ বাড়ির পেছনের পুকুরে লামিয়া ও সামিহার মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করেন তাদের চাচা সাকিব শেখ। তিনি জানান, চিৎকার শুনে ঘরের দিকে এগিয়ে গেলে মা শান্তা বলেন, স্বামী সোহাগ শেখ শিশুদের পুকুরে ফেলে দিয়েছেন। পরে পুকুরে গিয়ে দুই শিশুর মরদেহ উপুড় অবস্থায় পান তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিনথিয়া নূর জানান, শিশু দুটির পেট পানি ভর্তি ছিলো, যা ডুবে মৃত্যুর ইঙ্গিত দেয়।এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, প্রাথমিকভাবে শিশুর বাবা-মায়ের দিকেই সন্দেহ করা হচ্ছে। তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক কলহ কিংবা পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।