ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ এক ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হালুয়াপাড়া ও ছোট দেওয়ানপাড়া এলাকায় চলা এই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিকেলে অন্নদা স্কুল মাঠের পুকুরে গোসল করতে গিয়েছিলেন হালুয়াপাড়ার তায়িন। একই সময় ছোট দেওয়ানপাড়ার দুই যুবক শাকিল ও শিপনও পুকুরে গোসল করছিলেন। পানি ছিটে পড়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে শাকিল ও শিপন তায়িনকে মারধর করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উভয় পাড়ের লোকজন দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত টর্চলাইটের আলোয় ধাওয়া-পাল্টা ধাওয়ার এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রথমে পুলিশ ও আনসার, পরে সেনাবাহিনীও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে নতুন সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।