চট্টগ্রামের ফটিকছড়িতে গত শুক্রবার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ১৫ বছর বয়সী মো. রিহান মাহিনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা দুই বন্ধুও গুরুতর আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে কাঞ্চন নগরের মধ্যম কাঞ্চন নগরের একটি চায়ের দোকানের সামনে। সকালে তিন কিশোর একটি অটোরিকশায় বাড়ি ফিরে আসছিল। হঠাৎ সাত থেকে আট জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ধরে টেনে নিয়ে যায়। রিহানদের পেটানো হয় নির্মমভাবে। রিহান প্রাণে বাঁচতে পারেনি।
রিহানের মা খাদিজা আকতার বলছিলেন, আমার বুকের ধন, ছেলেটা শেষ মুহূর্তে পানি চাইছিল। তা-ও দিতে দেয়নি তারা। আমার চোখের সামনে ছেলেকে পিটিয়ে মারা হলো।
রিহান ছিলেন আদরের সন্তান, যার জন্ম মায়ের জীবনে আনন্দের প্রতীক ছিল। তিন সন্তানের মৃত্যুর পর সে পরিবারের একমাত্র আলো।
পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। অন্যরা পালিয়ে গেছে। পরিবারের দাবী, শুধুই বন্ধুত্ব এবং পারস্পরিক দ্বন্দ্বের কারণে এই নৃশংসতা ঘটেছে। রিহানের মা এখন চাইছেন একমাত্র ন্যায়; সন্তান হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি।
স্থানীয় পুলিশ সুপার নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।
ফটিকছড়ির এই গ্রামে এখন নেমে এসেছে শোকের ছায়া। এমন নৃশংসতা ভুলতে বহু সময় লাগবে।