সংবাদ শিরোনাম
“রংপুর মেডিকেলে চিকিৎসক সড়াতে সিন্ডিকেট”

নিজস্ব প্রতিবেদন
- আপডেট সময় : ১১:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাথল্যাবের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমানকে সড়াতে প্রকাশ্যে সিন্ডিকেটের ষড়যন্ত্র চলছে। ২০১৯ সালে পুনরায় চালু হওয়া ক্যাথল্যাবের মাধ্যমে সফলভাবে হৃদরোগ চিকিৎসা দেওয়া হচ্ছে, যার সফলতা ৯৯.২%। এই চিকিৎসা সেবা রংপুরবাসীকে ঢাকায় না যেতে বাধ্য করছে, ফলে সিন্ডিকেটের ক্ষতি হচ্ছে।

২০২৪ সালের ডিসেম্বরে দুই ব্যক্তি অভিযোগ করে যে, ডা. মাহাবুবুর রহমান হার্টের রিং বাণিজ্য ও অর্থ আত্মসাত করেছেন। তবে অনুসন্ধানে জানা যায় যে, অভিযোগকারীরা মিথ্যা তথ্য দিয়েছেন এবং তাদের অভিযোগের মধ্যে অসঙ্গতি রয়েছে। এরপর, আরও কিছু চিকিৎসক মিলে ডা. মাহাবুবুর রহমানকে বদলির জন্য স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি দিয়েছেন। তিনি এই ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
