অবৈধভাবে ভূমি দখল করার চেষ্টা ও হত্যা হুমকি

- আপডেট সময় : ০৬:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর দারুস সালাম থানা অধীনস্ত গোলাম রাব্বান নামের এক ব্যক্তির ভূমি দখল করার পায়তারা করছেন, একটি ডেভেলপার কোম্পানী মিউচুয়াল প্রোপাটি লিমিটেড, রিহাব মেম্বারশিপ ডেভেলপার কোম্পানীর পরিচালক রিশাদ আরাফত আমিন
এ সময় নিউজ টাইমসকে ভুক্তভোগী জানান
আমার সকল দলিলপত্রাদি ভাল ভাবে পর্যালোচনা করে আমার সাথে ভবন নির্মাণের চুক্তিবন্ধে হয়েছিলো। সেখানে তার নির্ধারিত সময়ের মধ্যে ভবন নির্মাণ করতে ব্যর্থ হয় এবং সকল চুক্তির শর্ত ভঙ্গ করে। ডেভেলপার কর্তৃপক্ষ আমার কাছে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন বলে মনে করে সে সকল কাগজপত্র আমি- তাকে বুঝাই দেওয়া সত্বেও কোন অজ্ঞাত কারণে সে ভবন নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন তা আমার বোধগম্য নয়। পরবর্তীতে ২০২০ ইং সনে অপর একটি উপচুক্তি করে অস্থায়ী শেড নির্মাণ করে ভাড়া প্রদানের জন্য।
সেখানে উল্লেখ্য ছিল যে, প্রতি মাসে আমাকে ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা ভাড়া প্রদান করবেন এবং জামানত হিসাবে (বার লক্ষ) টাকা প্রদান করবে বলেচুক্তি পত্রে উল্লেখ থাকা সত্বেও আমাকে মাত্র (পাঁচ লক্ষ) টাকা ৩০০/- টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মাধ্যমে প্রদান করেছে এবং বাকী – (সাত লক্ষ) টাকা অদ্য পর্যন্ত পরিশোধ করেন নাই, এমনকি ৪ মাস -(পাঁয়ত্রিশ হাজার) টাকা করে ভাড়া প্রদান করলেও পরবর্তীতে আর সে ভাড়া প্রদান করা থেকে বিরত রয়েছে ও ভাড়ার উপচুক্তির সকল শর্ত ভঙ্গ করেছে। তখন থেকে ডেভেলপার কোম্পানীর পরিচালক রিশাদ আরাফত আমিন, মিউচুয়াল প্রোপাটি লিমিটেড,
ফ্যাসিস প্রাক্তন সরকারের দোষর রিশাদ আরাফত আমিন, তোফায়েল আহমেদ এর ভাতিজি জামাই এবং আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সহ সভাপতির পুত্র। বিগত সরকারের প্রভাব খাটিয়ে আমার জমি জোর পূর্বক দখল রাখার পায়তারা অব্যাহত রেখেছেন। আমাকে ৪২ মাস ভাড়া দেওয়া বন্ধ রাখার পর থেকে আমি সরাসরি বহুবার বিষয়টি নিষ্পত্তি করার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছি বরং উল্টা আমাকে দারুস সালাম থানার এস.আই. রেজাউল করিম ও রাজনৈতিক দলের কর্মী ও সন্ত্রাসীদের দিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে না দিলে জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে।
ডেভেলপার কোম্পানীর সাথে যোগসাজস করে হুমকি দিচ্ছে এবং মোটা অংকের চাঁদা বাদী করিতেছে যদি না দেই তবে জীবনের ত্বরে মেরে ফেলার হুমকি দিচ্ছে। যার ফলশ্রুতিতে আমি ০২/১০/২০২১ ইং তারিখে দারুস সালাম থানায় জিডি করি জিডি করা সত্বেও দলীয় প্রভাব খাঁটিয়ে আমাকে স্তব্দ করে রেখেছে। আরও প্রকাশ থাকে যে, বিগত ফেসিস সরকারের আমলেও দারুস সালাম থানার এস.আই. রেজাউল করিমের, সহযোগিতায় ডেভেলপার কোম্পানীর মালিক ও তার সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমার উপর এমন জুলুম না যে সে করে নাই।
বর্তমানেও এস.আই. রেজাউল করিম এলাকার সন্ত্রাসীদের নিয়ে একই ঘটনার পুর্নাবৃত্তি ঘটিয়ে চলছে যার কারণে আমার তিন সন্তানকে অর্থের অভাবে ৪ (চার) বৎসর স্কুলে পর্যন্ত ভর্তি করতে পারি নাই। এমতাবস্থায় আমি আমার পরিবারবর্গ নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আরও প্রকাশ থাকে যে, মোট অংকের ঘুষের মাধ্যমে এস.আই. রেজাউল করিম, দারুস সালাম থানা থেকে অনত্র বদলী হওয়ার আনুমানিক ১ মাসের ভিতরে দারুস সালাম থানায় নিয়োগ প্রাপ্ত হয়ে আমার ভাড়াটিয়া ভাড়া প্রদান না করার জন্য ধমকাচ্ছে। এমতাবস্থায় আমি আমার পরিবারবর্গ নিরপত্তা হীনতায় ভুগেতেছি। তাই অন্য কোন উপায় অন্ত না পেয়ে এই মানব বন্ধন করি
ইতিপূর্বে সেনাবাহিনীর ক্যাম্পের মেজর সাহেদ এর উপস্থিতিতে থানার এস.আই এবং এলাকাবাসী ও কোম্পানীর লোকজন সহ অস্থায়ী ভাড়াটিয়ারা মাসিক ভাড়া জমির মালিককে প্রদান করবেন। ।