ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাইবান্ধা সদর হাসপাতালের অনিয়ম ও সেবার দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ রংপুরে প্রায় ৬ হাজার ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত পরশু নয়, কালকেই ঈদ। স্বাধীনতার ৫৪ বছর পর গাইবান্ধায় প্রথমবারের মতো দুই শহীদ কে শ্রদ্ধা জানালেন সামাজিক সংগঠনের নেতারা! গাইবান্ধায় ভিজিএফ চালের বস্তা লুটপাটের ঘটনায় চার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা! আওয়ামীলীগ পুনর্বাসনের নীল নকশা: রিফাইন্ড আওয়ামীলীগ চৌমুহনী পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত  যাকাত ওয়াজিব হওয়া ও যাকাত দেওয়ার প্রসঙ্গে । ড. আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত জুলাই নিয়ে লেখা বইয়ে সাদিক কায়েম কে বাদ দেওয়ার অভিযোগ

বসন্তের মিষ্টি ছন্দে আবারো কবিতা প্রকাশ করলেন

মোঃ সজিবুর রহমান
  • আপডেট সময় : ১২:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

আর এইচ হৃদয়।

আর এইচ হৃদয়  ২০০২ সালের ৫ ই ডিসেম্বর  ঢাকা

জেলার মিরপুর রাজধানীতে এক মুসলিম পরিবারে

জন্মগ্রহণ করেন। এম ডি সি মডেল ইনস্টিটিউট

 থেকে এস এস সি এবং মিরপুর ইংলিশ ভার্শন

 কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে তিনি ফ্লিম মেকার এবং স্ক্রিপ্ট রাইটার ও সাহিত্যেক হওয়ার ইচ্ছে রয়েছে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্য অনুরাগী। 

পড়াশোনার পাশা-পাশি তিনি লেখা লেখি করতে পছন্দ করতেন। বেশ কিছু কবিতা কাব্য গ্রন্থ সহ ছোট গল্প নাটক লিখেছেন আর এইচ হৃদয় । তিনি ২০২৩ সাল থেকে ” অমর একুশে বই মেলা’য় ” তার লিখা গুলো প্রকাশ হয়ে আসছে। ছায়া প্রকাশন, নব-সাহিত্য প্রকাশন, সন্ধান প্রকাশনের মাধ্যমে প্রকাশ পেয়েছে তার লিখা কবিতা গুলো। আঁখি কবিতা দিয়ে প্রকাশ যাত্রা শুরু করেন তিনি। 

এরপর ধীরে ধীরে আসতে থাকে তার কবিতা সমূহ গুলো। “হঠাৎ বৃষ্টি ” ” মায়া ” বকুল” বোকা চাঁদ ” প্রিয় শুভ্রতা তুমি শান্তিত ঘুমাও ” মিস শিউলি ” “ঝুমুর ” একটি মন খারাপের বিকেল ” তাহারেই মনে পড়ে “মুক্তি” ফুল” মারজান” ঝুমুর”মুনিয়া বলেছে” আঁখি ” প্রিয় আঁখি ” সহ ইত্যাদি। 

উপহার দিয়েছেন বেশ কিছু ছোট গল্প ও নাটক৷ 

অন্তরালে, নাটক – গল্প জুড়েই বৃষ্টি, উপহার, গজদন্তিনী, হলুদ শাড়ি, নীল বর্ষা, থ্রিলার – স্টার্ট ফ্রম টা ইন্ড ও ” নাটক – স্বপ্নের ট্যুর ” সহ ইত্যাদি। 

২০১৬  সাল থেকেই লিখা লিখি করতেন আর এইচ হৃদয়। লেখা লেখি করার অনুপ্রেরণা পেয়ে ছিলেন  ” হোক কলরব গানের গীতিকার ও লেখক এবং নির্মাতা রাজিব আশরাফ  কে দেখে অনুপ্রেরণা পান তিনি।লিখতে থাকেন কবিতা, ছোট গল্প ও নাটক।  ২০২২ সালে এক প্রিয় শ্রদ্ধীয় বড় ভাই স্বরন ভাইয়ের অনুপ্রেরণায় ” অন্তরালে বই টি করেন। এবং 

প্রিয় শিক্ষিকা – প্রিয় প্রিয়া মিসের অনুপ্রেরণায় প্রথম প্রকাশ করেন “আঁখি ” কবিতা। যা ২০২৩ সালে অমর একুশে বই মেলায় প্রকাশ হয়। এতে ঢাকা শিল্পকলা একাডেমি থেকে সনদ পত্র ও অ্যাওয়ার্ড পান তিনি।এই অনুপ্রেরণা থেকে আর থেমে থাকেন নি । একের পর এক লিখা শুরু করেন। এছাড়াও স্কুল কলেজে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা সহ সমাাজিক আয়োজনের মধ্যে পেয়েছেন অধীক পুরস্কার। ছাত্র হিসেবে অতো ভালো না হলে ও ভালো একজন মানুষ তিনি। 

এ ছাড়া ২০২১ সালে কাজ করেছে  খুব জনপ্রিয় সিরিয়াল নাটক “ব্যাচেলর পয়েন্ট ” কাজল আরেফিন অমির টিম হয়ে। স্ক্রিন শেয়ার করেছেন তৌকির আহমেদের জনপ্রিয় সিরিয়াল নাটক ” রূপালী জোৎস্না ” নাটকে ” শ্যামল মাওলা, তাসনুভা তিশা ও দিলারা জামানের সাথে স্ক্রিন শেয়ার করেন তিনি। আরো কাজ করেছেন নির্মাতা শামীম জামানের টিম হয়ে 

ইতি মধ্যে জানা গেছে বেশ কিছু সুন্দর চরিত্রের ছোট নাটক লেখা হচ্ছে। লেখা শেষ হলে প্রকাশের কথা চিন্তা করবেন তিনি। তার লিখা চরিত্র গুলোর মধ্যে “ঝুমুর, মুনিয়া ও তেগু চাকমা চরিত্র ফুটে উঠেছে এক অন্য রকম ভাবে। শুভাকাঙ্ক্ষী বন্ধুমহল ওসহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

ধন্যবাদ জানিয়েছেন প্রকাশন সহ শুভাকাঙ্ক্ষী ও সহপাঠী এবং পরিবারদের।

নিউজটি শেয়ার করুন

বসন্তের মিষ্টি ছন্দে আবারো কবিতা প্রকাশ করলেন

আপডেট সময় : ১২:২৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

আর এইচ হৃদয়।

আর এইচ হৃদয়  ২০০২ সালের ৫ ই ডিসেম্বর  ঢাকা

জেলার মিরপুর রাজধানীতে এক মুসলিম পরিবারে

জন্মগ্রহণ করেন। এম ডি সি মডেল ইনস্টিটিউট

 থেকে এস এস সি এবং মিরপুর ইংলিশ ভার্শন

 কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে তিনি ফ্লিম মেকার এবং স্ক্রিপ্ট রাইটার ও সাহিত্যেক হওয়ার ইচ্ছে রয়েছে। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সাহিত্য অনুরাগী। 

পড়াশোনার পাশা-পাশি তিনি লেখা লেখি করতে পছন্দ করতেন। বেশ কিছু কবিতা কাব্য গ্রন্থ সহ ছোট গল্প নাটক লিখেছেন আর এইচ হৃদয় । তিনি ২০২৩ সাল থেকে ” অমর একুশে বই মেলা’য় ” তার লিখা গুলো প্রকাশ হয়ে আসছে। ছায়া প্রকাশন, নব-সাহিত্য প্রকাশন, সন্ধান প্রকাশনের মাধ্যমে প্রকাশ পেয়েছে তার লিখা কবিতা গুলো। আঁখি কবিতা দিয়ে প্রকাশ যাত্রা শুরু করেন তিনি। 

এরপর ধীরে ধীরে আসতে থাকে তার কবিতা সমূহ গুলো। “হঠাৎ বৃষ্টি ” ” মায়া ” বকুল” বোকা চাঁদ ” প্রিয় শুভ্রতা তুমি শান্তিত ঘুমাও ” মিস শিউলি ” “ঝুমুর ” একটি মন খারাপের বিকেল ” তাহারেই মনে পড়ে “মুক্তি” ফুল” মারজান” ঝুমুর”মুনিয়া বলেছে” আঁখি ” প্রিয় আঁখি ” সহ ইত্যাদি। 

উপহার দিয়েছেন বেশ কিছু ছোট গল্প ও নাটক৷ 

অন্তরালে, নাটক – গল্প জুড়েই বৃষ্টি, উপহার, গজদন্তিনী, হলুদ শাড়ি, নীল বর্ষা, থ্রিলার – স্টার্ট ফ্রম টা ইন্ড ও ” নাটক – স্বপ্নের ট্যুর ” সহ ইত্যাদি। 

২০১৬  সাল থেকেই লিখা লিখি করতেন আর এইচ হৃদয়। লেখা লেখি করার অনুপ্রেরণা পেয়ে ছিলেন  ” হোক কলরব গানের গীতিকার ও লেখক এবং নির্মাতা রাজিব আশরাফ  কে দেখে অনুপ্রেরণা পান তিনি।লিখতে থাকেন কবিতা, ছোট গল্প ও নাটক।  ২০২২ সালে এক প্রিয় শ্রদ্ধীয় বড় ভাই স্বরন ভাইয়ের অনুপ্রেরণায় ” অন্তরালে বই টি করেন। এবং 

প্রিয় শিক্ষিকা – প্রিয় প্রিয়া মিসের অনুপ্রেরণায় প্রথম প্রকাশ করেন “আঁখি ” কবিতা। যা ২০২৩ সালে অমর একুশে বই মেলায় প্রকাশ হয়। এতে ঢাকা শিল্পকলা একাডেমি থেকে সনদ পত্র ও অ্যাওয়ার্ড পান তিনি।এই অনুপ্রেরণা থেকে আর থেমে থাকেন নি । একের পর এক লিখা শুরু করেন। এছাড়াও স্কুল কলেজে বিভিন্ন ক্রীয়া প্রতিযোগিতা সহ সমাাজিক আয়োজনের মধ্যে পেয়েছেন অধীক পুরস্কার। ছাত্র হিসেবে অতো ভালো না হলে ও ভালো একজন মানুষ তিনি। 

এ ছাড়া ২০২১ সালে কাজ করেছে  খুব জনপ্রিয় সিরিয়াল নাটক “ব্যাচেলর পয়েন্ট ” কাজল আরেফিন অমির টিম হয়ে। স্ক্রিন শেয়ার করেছেন তৌকির আহমেদের জনপ্রিয় সিরিয়াল নাটক ” রূপালী জোৎস্না ” নাটকে ” শ্যামল মাওলা, তাসনুভা তিশা ও দিলারা জামানের সাথে স্ক্রিন শেয়ার করেন তিনি। আরো কাজ করেছেন নির্মাতা শামীম জামানের টিম হয়ে 

ইতি মধ্যে জানা গেছে বেশ কিছু সুন্দর চরিত্রের ছোট নাটক লেখা হচ্ছে। লেখা শেষ হলে প্রকাশের কথা চিন্তা করবেন তিনি। তার লিখা চরিত্র গুলোর মধ্যে “ঝুমুর, মুনিয়া ও তেগু চাকমা চরিত্র ফুটে উঠেছে এক অন্য রকম ভাবে। শুভাকাঙ্ক্ষী বন্ধুমহল ওসহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

ধন্যবাদ জানিয়েছেন প্রকাশন সহ শুভাকাঙ্ক্ষী ও সহপাঠী এবং পরিবারদের।