কবিরহাট ফোরামের রমজান আলোচনা ও ইফতার”

- আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার আয়োজন
ঢাকা, ১৪ মার্চ ২০২৫: আজ বিকাল ৩:৩০ মিঃ, ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের সভাপতি মোঃ ইলিয়াছ এবং সেক্রেটারি বেলাল আহমেদ রনি। তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের মাহাত্ম্য এবং এ মাসের সিয়াম (রোজা) ও দান-সদকার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
আলোচনা সভায় বক্তারা রমজান মাসের ঐতিহাসিক গুরুত্ব, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা সকলকে রোজার মৌলিক দিকগুলো অনুসরণ করার পাশাপাশি সমাজে শান্তি ও সহযোগিতার পরিপূর্ণতা আনার আহ্বান জানান।
শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সকল উপস্থিত অতিথিদের জন্য ইফতার প্রদান করা হয়। ইফতারের পূর্বে সবাই একসাথে দোয়া করেন যাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন রোযা পালনকারীকে যে লোক ইফতার করায়, সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।” – (তিরমিজি, হাদিস নং ৮০৭)
এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় ও সামাজিক সংহতি গড়ে তোলে এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করে।
এই সুন্দর আয়োজনের জন্য ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের প্রতি ধন্যবাদ জানানো হয়।