ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাইবান্ধা সদর হাসপাতালের অনিয়ম ও সেবার দুরবস্থার প্রতিবাদে বিক্ষোভ রংপুরে প্রায় ৬ হাজার ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত পরশু নয়, কালকেই ঈদ। স্বাধীনতার ৫৪ বছর পর গাইবান্ধায় প্রথমবারের মতো দুই শহীদ কে শ্রদ্ধা জানালেন সামাজিক সংগঠনের নেতারা! গাইবান্ধায় ভিজিএফ চালের বস্তা লুটপাটের ঘটনায় চার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা! আওয়ামীলীগ পুনর্বাসনের নীল নকশা: রিফাইন্ড আওয়ামীলীগ চৌমুহনী পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত  যাকাত ওয়াজিব হওয়া ও যাকাত দেওয়ার প্রসঙ্গে । ড. আশরাফ সিদ্দিকীর ৫ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত জুলাই নিয়ে লেখা বইয়ে সাদিক কায়েম কে বাদ দেওয়ার অভিযোগ

কবিরহাট ফোরামের রমজান আলোচনা ও ইফতার”

News times 24 BD
  • আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার আয়োজন

ঢাকা, ১৪ মার্চ ২০২৫: আজ বিকাল ৩:৩০ মিঃ, ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের সভাপতি মোঃ ইলিয়াছ এবং সেক্রেটারি বেলাল আহমেদ রনি। তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের মাহাত্ম্য এবং এ মাসের সিয়াম (রোজা) ও দান-সদকার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

আলোচনা সভায় বক্তারা রমজান মাসের ঐতিহাসিক গুরুত্ব, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা সকলকে রোজার মৌলিক দিকগুলো অনুসরণ করার পাশাপাশি সমাজে শান্তি ও সহযোগিতার পরিপূর্ণতা আনার আহ্বান জানান।

শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সকল উপস্থিত অতিথিদের জন্য ইফতার প্রদান করা হয়। ইফতারের পূর্বে সবাই একসাথে দোয়া করেন যাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন রোযা পালনকারীকে যে লোক ইফতার করায়, সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।” – (তিরমিজি, হাদিস নং ৮০৭)

এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় ও সামাজিক সংহতি গড়ে তোলে এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করে।

এই সুন্দর আয়োজনের জন্য ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের প্রতি ধন্যবাদ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

কবিরহাট ফোরামের রমজান আলোচনা ও ইফতার”

আপডেট সময় : ০৬:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার আয়োজন

ঢাকা, ১৪ মার্চ ২০২৫: আজ বিকাল ৩:৩০ মিঃ, ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম পবিত্র মাহে রমজান উপলক্ষে “রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার আয়োজন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), কাকরাইল, ঢাকায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের সভাপতি মোঃ ইলিয়াছ এবং সেক্রেটারি বেলাল আহমেদ রনি। তারা তাদের বক্তব্যে পবিত্র রমজানের মাহাত্ম্য এবং এ মাসের সিয়াম (রোজা) ও দান-সদকার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

আলোচনা সভায় বক্তারা রমজান মাসের ঐতিহাসিক গুরুত্ব, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য লাভের উপায় নিয়ে আলোচনা করেন। তাঁরা সকলকে রোজার মৌলিক দিকগুলো অনুসরণ করার পাশাপাশি সমাজে শান্তি ও সহযোগিতার পরিপূর্ণতা আনার আহ্বান জানান।

শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সকল উপস্থিত অতিথিদের জন্য ইফতার প্রদান করা হয়। ইফতারের পূর্বে সবাই একসাথে দোয়া করেন যাতে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কোন রোযা পালনকারীকে যে লোক ইফতার করায়, সে লোকের জন্যও রোযা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে। কিন্তু এর ফলে রোযা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।” – (তিরমিজি, হাদিস নং ৮০৭)

এ ধরনের আয়োজন সমাজে ধর্মীয় ও সামাজিক সংহতি গড়ে তোলে এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি করে।

এই সুন্দর আয়োজনের জন্য ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরামের প্রতি ধন্যবাদ জানানো হয়।