গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিন ইউয়েন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে দিঘিরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ, আগস্ট মাসের বেতন গতকাল (১০ সেপ্টেম্বর) দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে দেড় থেকে দুই শ শ্রমিক সকালে রাস্তায় নেমে আসেন। তাদের হুঁশিয়ারি, আজকের মধ্যে বকেয়া না দিলে অবরোধ অব্যাহত থাকবে।
হঠাৎ এ আন্দোলনে মহাসড়কের দুই লেনেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি।
এ প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে আছে।