শহরজুড়ে আতঙ্ক—একজনের পর একজন নারী খুন হচ্ছেন। খুনির হাতিয়ার মাত্র একটি—এক জোড়া কাঁচি। কেবল নারীদেরই কেন নিশানা করা হচ্ছে? প্রতিশোধ নাকি পেছনে লুকিয়ে থাকা কোনো মানসিক অসুস্থতা? এমন রহস্যময় গল্প নিয়েই তৈরি হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘কানাগলি’, যা সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গ প্ল্যাটফর্মে।
সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ, এটি তাঁর নির্মিত প্রথম ওয়েব সিরিজ। গল্প লিখেছেন ঋদ্ধ শরিফ, চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। কয়েক বছর আগে একটি ভ্রমণের সময় লেখকের সঙ্গে পরিচয়ের মধ্য দিয়ে এই সিরিজের ভাবনা শুরু হয়। দীর্ঘ প্রস্তুতির পর ২০২৩ সালে পুরান ঢাকা, উত্তরা, সাভার ও মানিকগঞ্জসহ বিভিন্ন জায়গায় সিরিজটির শুটিং সম্পন্ন হয়।
গল্পের মূল চরিত্রে রয়েছেন এক পুলিশ কর্মকর্তা মাহফুজ, যিনি একের পর এক নারী খুনের তদন্তে নেমে পড়েন। কিন্তু প্রতিটি তদন্তই যেন গিয়ে ঠেকে এক অন্ধকার গলিতে—কোনো সুরাহা হয় না, শুরু হয় নতুন করে। সেই অনিশ্চয়তাই সিরিজের নামের অনুপ্রেরণা, ‘কানাগলি’।
পরিচালকের ভাষ্যে, সিরিজটির পেছনে রয়েছে গভীর এক সামাজিক প্রেক্ষাপট। শারীরিক প্রতিবন্ধীরা জীবনে নানা সময় অপমান, অবহেলা আর বুলিংয়ের শিকার হন। কখনো যদি সেই ক্ষোভ জমে বিস্ফোরিত হয়, তখন কী হতে পারে—সেই বাস্তবতাকেই থ্রিলারের মোড়কে তুলে ধরা হয়েছে।
সিরিজটিতে পুলিশ কর্মকর্তা মাহফুজ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। আরও আছেন আইশা খান, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ এবং নাজিবা বাশার।
প্রায় দুই বছর আগে সিরিজটির কাজ শেষ হলেও মুক্তিতে বিলম্ব হয় প্ল্যাটফর্ম ও প্রক্রিয়াগত নানা জটিলতার কারণে। তবে নির্মাতার আশাবাদ—‘কানাগলি’ দর্শকদের একটি আলাদা স্বাদের সাইকো থ্রিলারের অভিজ্ঞতা দেবে। কারণ, গল্পটি একেবারেই আমাদের আশপাশের মানুষের ভেতরের অজানা দিকগুলো নিয়ে।