যুক্তরাষ্ট্রে তেলেগু সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি ২০২৫ সালের তেলেগু অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (TANA)–এর আয়োজনে অংশ নিয়ে দর্শকদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, সামান্থা দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমি যত ভুলই করি না কেন, আপনারা কখনো আমাকে ছেড়ে যাননি।’ এই কথা বলতে বলতেই কাঁদতে শুরু করেন তিনি। দর্শকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নিচু করে বলেন, ‘আমি কখনো আপনাদের ধন্যবাদ বলার সুযোগ পাইনি। আমার প্রথম ছবি থেকেই আপনারা আমাকে ভালোবেসেছেন, আপন করে নিয়েছেন। বিশ্বাসই হচ্ছে না, আপনাদের ধন্যবাদ জানাতে ১৫ বছর লেগে গেল।’
সামান্থা আরও বলেন, ‘আমি কোথায় কাজ করি, কী করি—তা বড় বিষয় নয়। আমি যখনই কোনো সিদ্ধান্ত নিই, প্রথমেই ভাবি, তেলেগু দর্শকরা এতে গর্বিত হবেন কি না। এই দীর্ঘ যাত্রায় আমাকে ভালোবাসা, পরিচয় আর একটি আপন জায়গা দেওয়ার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
এই আবেগঘন বক্তব্য শেষ করতে না করতেই কেঁদে ফেলেন এই অভিনেত্রী।
সামান্থার সাম্প্রতিক কাজ
সামান্থা সম্প্রতি প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘শুভম’ মুক্তি দেন ৯ মে। পরিচালক প্রবীণ কান্দ্রেগুলার এই হরর-কমেডি ছবিতে অভিনয় করেছেন হর্ষিত মালগিরেড্ডি, শ্রিয়া কোন্থাম, চারণ পেরি, শালিনী কোন্দেপুরি, গবিরেড্ডি শ্রীনিবাস ও শ্রাবণী।