একসঙ্গে হলিউডের চারটি আলোচিত ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আজ শুক্রবার (২৭ জুন) রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিগুলোর প্রদর্শন শুরু হয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর তালিকায় রয়েছে—‘মেগান ২.০’, ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।
আন্তর্জাতিকভাবে আজই মুক্তি পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক থ্রিলার ঘরানার ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’, এবং ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে নির্মিত ‘এফ ওয়ান’।
অন্যদিকে, জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজের লাইভ-অ্যাকশন রূপ ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৩ জুন মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই এ বছরের সেরা পাঁচ আয়ের ছবির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে এটি।
এছাড়া, দীর্ঘ এক দশক পর পর্দায় ফিরেছে সাসপেন্স ও হরর সিরিজ ‘ফাইনাল ডেস্টিনেশন’-এর নতুন কিস্তি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’, যা আন্তর্জাতিকভাবে ইতিবাচক সাড়া পেয়েছে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্বজুড়ে আলোচনায় থাকা এই ছবিগুলো বাংলাদেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাবে বলে আমরা আশাবাদী।’