রাজধানীতে অপরাধ দমন অভিযানে মোহাম্মদপুর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার দিনভর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এ অভিযান পরিচালিত হয়।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন- নুর মোহাম্মদ (৫০), বাদশা (৩০), তাসকিন (২৬), নাদিম (৪৬), ফাইজুল হাসান (২০), মামুন (২৪), জুম্মান (২৬), হৃদয় হোসেন (১৮), শামীম হোসেন (২০), আজিজুল হক (৩০), রুহুল আমিন (২০), বাদশা (১৯), শুভ (২৩) ও মহিনুল ইসলাম শাফিন (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।