৩০ আগস্ট ২০২৫ শনিবার, রাজধানীর ন্যাশনাল প্রেস ক্লাবে তেঁতুলতলা ভরিয়ে ‘বৃহত্তর সুন্নী জোট’ নামের একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়েছে তিনটি নিবন্ধিত দল—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি।
গত এক বছরে দেশের রাজনীতিতে বেআইনি মব লাঠি আর সন্ত্রাসের ছায়া বাড়লেও, বর্তমান সরকার প্রতিশ্রুতি অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনতে ব্যর্থ হয়েছে বলে বিরুদ্ধে অভিযোগ করেন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের অধ্যায় যেমন নিষ্ঠুর ছিল, ঠিক তেমনি ২০২৪ সালের জুলাইয়ের গণহত্যা আর subsequent extrajudicial হত্যাকাণ্ডগুলোও বেদনার্ত এক ইতিহাস রচনা করেছে, উল্লেখ করেন তিনি।
অধ্যক্ষ জয়নুল আবেদীন বলেন, হত্যাকাণ্ডের জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা, শোকসন্তপ্ত পরিবারের ক্ষতিপূরণ এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। তিনি ৫ আগস্ট পরবর্তী সরকারের অক্ষমতা ফাঁস করেন—মব ভয়েস, রহস্যজনক গুম-খুন, মসজিদ-মাদ্রাসায় হামলা, হামলাকারীদের বিরুদ্ধে শূন্যতার কাহিনী ও বিচারহীনতার দিকটিকে সবথেকে চোখ রাঙান বলে অভিহিত করেন।
সংবাদ সম্মেলনে জনমত বিভ্রান্তির কারণ হিসেবে পিআর (পরিমাণাভিত্তিক প্রতিনিধিত্ব) নির্বাচনী পদ্ধতির তীব্র সমালোচনা করেন অধ্যক্ষ। তিনি বলেন, এটি নতুন কোনো কনসেপ্ট হলেও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে এর সামঞ্জস্য নেই এবং এর ফলে জনগণের প্রকৃত ইচ্ছা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না।
জোটের পক্ষ থেকে ১৭ দফা দাবি ও ২১ দফার ঘোষণাপত্র উপস্থাপন করা হয়। সেগুলোর মধ্যে প্রধানগুলো ছিল:
অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য ব্যাপক কম্বিং অপারেশন
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও অর্থপাচারকারীদের নির্বাচনী অযোগ্যতা ঘোষণা
শান্তিপূর্ণ ও অহিংস রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা
সুদমুক্ত ও ন্যায্য অর্থনীতি গড়ে তোলা
কৃষি, শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টি
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সিন্ডিকেট ও কালোবাজারি নির্মূল
প্রবাসীদের স্বার্থ সংরক্ষণ এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি
কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন ও সকল শিক্ষাব্যবস্থার সমন্বয়
নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং মাদক, জুয়া ও অনৈতিক সংস্কৃতি নির্মূল
লিখিত ঘোষণাপত্র পড়েন অধ্যক্ষ আল্লামা সউম আবদুস সামাদ; প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন পীরে তরিকত আল্লামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী, আল্লামা এম. এ. মতিন ও পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা এস. এম. ফরিদ উদ্দীন, আল্লামা আবু সুফিয়ান আবেদী আলকাদেরী, অ্যাডভোকেট আবু নাসের তালুকদার, এম. সোলায়মান ফরিদ, অধ্যক্ষ এম. ইব্রাহীম আখতারী সহ বহু বিশিষ্ট আলেম, তুর্কী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ভোলা ব্যক্তিত্বরা।
মন্তব্য করুন