আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি ফরমাল চার্জ গঠন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এসব চার্জ দাখিল করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
প্রসিকিউটর জানান, মোট তিনটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে-এর মধ্যে দুটি গুমের অভিযোগে এবং একটি জুলাই আন্দোলনের সময় রামপুরায় বিজিবির গুলির ঘটনায়।
দাখিল করা অভিযোগগুলোর বিস্তারিত নিম্নরূপ
গুমের (টিএফআই) মামলা: শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
গুমের (জেআইসি) মামলা: শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।
জুলাই আন্দোলনের মামলা: রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ কর্মকর্তার বিরুদ্ধে ৬টি অভিযোগ।
এর আগে গত ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানান, গুমের একাধিক মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন,
সবগুলো তদন্ত এখনো সম্পন্ন না হলেও প্রধান কয়েকটি মামলার প্রতিবেদন এই সপ্তাহেই দাখিল হবে। যেহেতু বিষয়গুলো জটিল, তাই প্রতিটি দিক সতর্কভাবে যাচাই করা হচ্ছে।
তিনি আরও ইঙ্গিত দেন, অচিরেই আরও কয়েকটি আলোচিত ঘটনার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।