প্রধান উপদেষ্টার ভাষণে গণভোট বিষয়ে দেওয়া বক্তব্যে জাতির আকাঙ্ক্ষা ও প্রত্যাশা প্রতিফলিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণে গণভোট নিয়ে যে প্রস্তাবনা এসেছে, তাতে অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত থেকে গেছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে যদি কোনো কারণে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়, তাহলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের কী হবে-এ বিষয়টি স্পষ্ট নয়। একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট প্রক্রিয়াও পরিষ্কার করা হয়নি।”
তিনি আরও বলেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে জাতির সামনে নির্ভুল ও স্বচ্ছ ব্যাখ্যা উপস্থাপন করা জরুরি ছিল, যা ভাষণে অনুপস্থিত।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দলটি এখনো জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবিতে অটল রয়েছে। একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে গণভোটের গুরুত্ব অনেকাংশে ম্লান হয়ে যাবে, বলেন তিনি।
তিনি আরও যোগ করেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছু অংশে স্পষ্টতা প্রয়োজন। আমরা দলীয় পর্যায়ে বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।