জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের সব ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনের ভোটও অনুষ্ঠিত হচ্ছে।
প্রার্থীর সংখ্যা ও ভোটার: জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৭ জন। বিভিন্ন পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। পদভিত্তিক বণ্টন হলো:
সহ-সভাপতি (ভিপি): ৯ জন
সাধারণ সম্পাদক (জিএস): ৯ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): ৬ জন
যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): ১০ জন
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালেটে ভোট দেবেন। ভোট গণনা হবে বিশেষ ওএমআর মেশিনের মাধ্যমে।
নারী প্রার্থীর অংশগ্রহণ: জাকসুর মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ প্রার্থীর মধ্যে দুইজন নারী। অন্য চারটি পদে কোনো নারী প্রার্থী নেই। সব হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪.৪ শতাংশ নারী। মেয়েদের হলগুলোর মধ্যে পাঁচটিতে ১৫টি পদে কোনো প্রার্থী নেই।
প্যানেল ও প্রার্থীরা: নির্বাচনে মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য,
ছাত্রদল: ভিপি পদে শেখ সাদী হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী
শিক্ষার্থী ঐক্য ফোরাম: ভিপি আরিফুজ্জামান উজ্জ্বল, জিএস আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম
স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন: ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. শাকিল আলী
ইসলামী ছাত্রশিবির (সমন্বিত শিক্ষার্থী জোট): ভিপি আরিফুল্লাহ আদিব, জিএস মাজহারুল ইসলাম
সম্প্রীতির ঐক্য: জিএস শরণ এহসান, এজিএস (পুরুষ) নুর এ তামীম স্রোত, এজিএস (নারী) ফারিয়া জামান নিকি; ভিপি পদে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল হয়েছে
ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট (সংশপ্তক পর্যদে): জিএস জাহিদুল ইসলাম ঈমন, এজিএস (নারী) সোহাগী সামিয়া জান্নাতুল ফেরদৌস
ভোট কেন্দ্র ও প্রশাসনিক ব্যবস্থা: ভোটগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের প্রতিটি কেন্দ্রের সঙ্গে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অংশগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।