রাজধানীতে কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, অপূর্ব পাল বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে কোরআন শরীফ মাটিতে ফেলে লাথি মারেন এবং এর পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও ধারণ করেন। ঘটনাটি দেখে আশেপাশের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা এসে তাকে সরিয়ে নেন।
পরবর্তীতে শনিবার দুপুরে অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্টে ওই ভিডিও পোস্ট করা হয়। এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখার পর বিভিন্ন মানুষ এবং শিক্ষার্থীরা তার শাস্তি দাবি শুরু করেন। রাতের দিকে একদল ছাত্র-জনতা তার বাসার নিচে বিক্ষোভও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে অপূর্ব পালকে তার বাসা থেকে গ্রেফতার করে ভাটারা থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে।