হেডিংলি টেস্টে জয়ের দরজা খুলে রেখেও শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ভারতকে। ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের কঠিন লক্ষ্য দাঁড় করিয়েও ৫ উইকেটে হেরে গেছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে ক্যাচ মিস ও নিচের সারির ব্যাটারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।
গিল বলেন, “ম্যাচটা দারুণ ছিল। আমরা জয়ের দোরগোড়ায় ছিলাম। কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলেছি। লোয়ার অর্ডার থেকে রান না আসাটাও ভোগাতে হয়েছে। এসব ভুলের মূল্যই দিতে হয়েছে হারের মাধ্যমে। তবুও দলের পারফরম্যান্সে আমি গর্বিত।”
গিল জানান, তাদের পরিকল্পনা ছিল দ্বিতীয় ইনিংসে অন্তত ৪৩০ রান করে ইংল্যান্ডকে চূড়ান্ত চাপে ফেলা। কিন্তু শেষদিকে রান তুলতে না পারায় সেই লক্ষ্য পূরণ হয়নি। তার মতে, শেষদিনে পুরনো বল নিয়ে বোলিং করাটা ছিল চ্যালেঞ্জিং।
ইংল্যান্ডের ব্যাটারদেরও প্রশংসা করেন গিল, “ওরা খুব ভালো ব্যাটিং করেছে। এমন উইকেটে ধৈর্য ধরে বল করা দরকার, সেটা আমরা চেষ্টা করেছি। তবে পুরনো বলে রান আটকানো কঠিন হয়ে যাচ্ছিল। ভুলগুলো শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই। আমরা এখনো একটি নতুন দল, শেখার অনেক কিছু বাকি আছে। ছেলেদের সময় দিতে হবে।”
টেস্ট জয়ের সম্ভাবনা তৈরি করেও নিজেদের ভুলেই হার, সেটাই এখন কাঁটার মতো বিঁধছে গিলের কণ্ঠে।