কোটা আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময় রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও এর আশেপাশের আন্দোলনকারীদের দখলে থাকলেও রোববার ( ০৪ আগস্ট) অত্র এলাকায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মিরপুর ১০ নম্বরে আ.লীগের নেতাদের অবস্থান

- আপডেট সময় : ১২:৪০:১২ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
জানা গেছে, রোববার সকাল থেকেই মিরপুরের বিভিন্ন এলাকা, কাজীপাড়া, শেওড়াপাড়া, কাফরুল, ইব্রাহিমপুর, ভাষানটেক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০ নম্বর গোলচত্বরে জড়ো হতে থাকেন। এ সময় অসংখ্য নেতাকর্মীর মাথায় হেলমেট এবং হাতে লাঠিসোটা বহন করতে দেখা যায়।
সকল ১১টায় গোলচত্বরে পুড়িয়ে দেওয়া ট্রাফিক পুলিশ বক্স প্রাঙ্গণে সমাবেশ শুরু করে। এতে সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল হোসেন নিখিল, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য প্রদান করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর এলাকায় কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
সমাবেশে ইলিয়াস মোল্লা বলেন, বিএনপি আন্দোলনকারীদের মদদ দিয়ে আজকের এই অবস্থার সৃষ্টি করেছে। সাধারণ শিক্ষার্থী ভেবে আমরাও নমনীয় ছিলাম। কিন্তু আর না। তৃতীয় পক্ষকে এদের ওপর ভর করতে দেওয়া যাবে না।
নিখিল বলেন, আন্দোলনকারীদের সকল দাবি পূরণ হয়েছে। এরপরেও কিছু থাকলে প্রধানমন্ত্রী স্বয়ং বসতে চেয়েছেন। এরপর আন্দোলনের কিছু থাকে না।