মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের জন্য যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ৩৮ বছর বয়সী সার্জিও গোরকে মনোনয়ন দিয়েছেন। বর্তমানে তিনি হোয়াইট হাউজ প্রেসিডেন্সিয়াল পারসোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করবেন।
ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে, সিনেট অনুমোদন না হওয়া পর্যন্ত গোর তার বর্তমান দায়িত্বেই থাকবেন। ট্রাম্প তাকে একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, গোর তার নির্বাচনী প্রচারণা, বই প্রকাশ এবং রাজনৈতিক তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক কিছুটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ এবং রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের কৃষি ও দুগ্ধ খাত যুক্তরাষ্ট্রের কোম্পানির জন্য উন্মুক্ত না করায় বাণিজ্য আলোচনা ভেস্তে যায় এবং শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত করা হয়।
এমন পরিস্থিতিতে সার্জিও গোরের রাষ্ট্রদূত পদে মনোনয়নকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।