যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে ইসরায়েল। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সরকার ও সামরিক বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানে সামরিক অভিযান চালিয়ে শাসকগোষ্ঠী ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে সিএনএনকে জানিয়েছেন এক আইডিএফ কর্মকর্তা।
প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, ‘ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে আমি আইডিএফকে নির্দেশ দিয়েছি—তেহরানে বিস্তৃত হামলা চালিয়ে শাসকগোষ্ঠী ও তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করতে।’
তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ‘যতক্ষণ ইসরায়েল হামলা চালায়, ততক্ষণ আমরা জবাব দিতে বাধ্য হবো।’
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। পাশাপাশি এতে করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন নজর তেহরানে ইসরায়েলের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক মহলের অবস্থানের দিকে।