গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রীদের বিদায়ী ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১২ বার পড়া হয়েছে
নোয়াখালী চৌমুহনী ৭ এপ্রিল গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী ও ষষ্ঠ শ্রেণি ভর্তি নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি নিজাম উদ্দিন রুবেল (জি এস রুবেল) এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগত অতিথি ও ছাত্রীদের ফুল ও ফুলের তোড়া দিয়ে বরণ ও বিদায় জানানো হয়। এই যাকযমকপূর্ণ অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অএ স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি সভাপতি হুমায়ুন কবির(কবির)বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ মোঃ বেলাল হোসেন, রকিব চৌধুরী সাংবাদিক মোঃ আবু তাহের খোকন মোঃ নোমান খসরু মোঃ আব্দুর রহিম মোঃ মিরাজ মোঃসাইফুল ইসলাম। আগত অতিথি বৃন্দ বিদায়ী ছাত্রী ও আগত ছাত্রী বরণের অনুষ্ঠান এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।
মোঃ আবু তাহের খোকন (স্টাফ রিপোর্টার, নোয়াখালী)