গাজায় গণহত্যার প্রতিবাদে রামগতিতে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৪:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ১২ বার পড়া হয়েছে
গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে রামগতি বাজারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিচ্ছে সাধারণ মানুষ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে লক্ষ্মীপুর রামগতি নোয়াখালী সড়ক রামগতি বাজারে বিক্ষোভ মিছিল পালন কর হয় ।
বিশ্বব্যাপী মজলুম গাজাবাজীদের জন্য হরতালের সমর্থনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এসময় রামগতি জিরো পয়েন্ট চত্বরে ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন এর নেতৃত্বে এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেই।
এদিকে গাজায় গণহত্যা বন্ধে আলেকজান্ডার বাজারে বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন ও শিক্ষার্থীদের বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন রয়েছে।
বিক্ষোভ মিছিল শেষ করে সমাবেশে
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রামগতি উপজেলা সভাপতি এ.কে এম রাকিব বলেন গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। আমাদের ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে।
বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা ওসমান বলেন
ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।
মো:আল-আমিন (স্টাফ রিপোর্টার)