পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ার হোসেন। তিনি বলেন, আশুরা উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই।বৃহস্পতিবার (৩ জুলাই) লালবাগের হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে অবস্থিত সব শিয়া ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ৬ জুলাই (১০ মহররম) যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে, সেখানে সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ারসহ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশে মো. সারওয়ার কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, মিছিলে কোনোভাবেই পটকা, আতশবাজি, ধাতব ও দাহ্য পদার্থ বহন করা যাবে না। উচ্চ আওয়াজ পরিহার এবং সন্ধ্যার আগেই মিছিল শেষ করার অনুরোধ জানানো হয়েছে।
জনসাধারণের ভোগান্তি এড়াতে মিছিল চলাকালে সেসব সড়ক এড়িয়ে চলারও আহ্বান জানান তিনি।
ডিএমপি কমিশনার আশ্বস্ত করে বলেন, “সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত আছে। সবার সহযোগিতায় পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালিত হবে।”