নেশাগ্রস্ত অবস্থায় নিজের অজান্তেই ১৫ সেন্টিমিটার লম্বা একটি কফি চামচ গিলে ফেলেছিলেন চীনের ২৯ বছর বয়সী ইয়ান নামের এক যুবক। ঘটনার পর পাঁচ মাস পর্যন্ত তিনি বিষয়টি স্বপ্ন ভেবে উড়িয়ে দেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ঘটনার সূত্রপাত থাইল্যান্ডে। গত জানুয়ারিতে বেড়াতে গিয়ে হোটেল কক্ষে অতিরিক্ত মদ্যপানে বেসামাল হয়ে পড়েন ইয়ান। বমি করার সময় একটি চামচ গলায় ঢোকান, কিন্তু হাত ফসকে সেটি পুরোপুরি পেটে চলে যায়। নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন কিছুটা স্মৃতি এলেও, শারীরিকভাবে সমস্যা না থাকায় ঘটনাটি স্বপ্ন বলেই ধরে নেন ইয়ান।
তবে চলতি জুন মাসে শরীরে অস্বস্তি ও পেটে ব্যথা শুরু হলে অবশেষে সাংহাইয়ের একটি হাসপাতালে যান তিনি। সেখানে এক্স-রেতে ধরা পড়ে, তাঁর ক্ষুদ্রান্ত্রে আটকে রয়েছে ধাতব চামচটি। চিকিৎসকরা জানান, সামান্য এদিক-ওদিক হলেই চামচটি অন্ত্র ফুটো করে মারাত্মক প্রদাহ ও রক্তক্ষরণ ঘটাতে পারত।
অবশেষে সফল অস্ত্রোপচারে চামচটি বের করেন চিকিৎসকেরা। তখনই ইয়ান বুঝতে পারেন, এতদিন ধরে যা তিনি স্বপ্ন ভেবে আসছিলেন, তা আসলে ভয়াবহ বাস্তব ছিল।