ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শেরে বাংলা একে ফজলুল হক এবং মাদার তেরেসা সম্মাননা পুরষ্কার পেলেন মিলন গাজায় ইসরায়েলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে সাংবাদিকদের আলোক প্রজ্জ্বলন সারাদেশের মতো গাইবান্ধায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা গাইবান্ধার পলাশবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বালাসি ঘাটে নৌকাভ্রমণে গিয়ে তরুণী ধর্ষণের শিকার, প্রেমিক গ্রেফতার গাইবান্ধার পলাশবাড়ীতে গাজায় গনহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পলাশবাড়ীতে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলী বর্বরতা-গণহত্যার প্রতিবাদী মিছিল গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রীদের বিদায়ী ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় একজন নিহত গাজায় গণহত্যার প্রতিবাদে রামগতিতে বিক্ষোভ মিছিল

বুকের পাঁজর গানটির কারিগর কে এই মিহিরুল মিরাজ?

NewsTimes24BD
  • আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে

শখের বশে গান ! ভাইরাল হওয়া বুকের পাঁজর গানটির কারিগর কে এই মিহিরুল মিরাজ
গান গেয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেলেন মিহিরুল মিরাজ নামের এই তরুণ, মানুষের বাস্তব জীবনের গল্প লিখে সুর করে গেয়ে ফেলা , গান ভালোবেসে গান শুনে গাইতে শেখা ! শিক্ষা গুরুর হাত না ধরেই গানের জগতে প্রবেশ। প্রত্যন্ত শহরের এই তরুণের গান সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়েছে। তরুণের বহুমুখী প্রতিভায় মুগ্ধ করছে সকলকে। মিহিরুল মিরাজ কেবলমাত্র গীতিকার কিংবা শুরু কারোই নয়, তিনি একজন গণমাধ্যম কর্মী ও জাতীয় দৈনিক গণকন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ওয়েব নিউজ টেলিভিশন দৈনিক ভোরের আকাশ, জনতার জমিন, একুশে সংবাদ, দৈনিক জনতার জমিন সহ বেশ কয়েকটি মাল্টিমিডিয়ার ইনচার্জ হিসেবে ছিলেন,,বাংলাদেশ বেসরকারি ব্রডকাস্টিং টেলিভিশন চ্যানেল SATV

তিনি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন এবং বাংলাদেশ বেসরকারি অনলাইন ব্রডকাস্টিং চ্যানেল NewsTimes24BD এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। মিহিরুল মিরাজ এর ব্যক্তিগত পরিচয় তিনি ২০০৩ সালে নভেম্বর মাসের ২৭ তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন, তিন ভাই বোনের মধ্যে মেঝ মিহিরুল, গলায় মিষ্টি গান। পাড়া-প্রতিবেশী তো বটেই। গানের আবদার করে বসে সহকর্মীরাও পেশাগত দিকে সংবাদ কর্মী ।

কিন্তু গানের প্রতি রয়েছে তাঁর আলাদা টান। চরম ব্যস্ততার মধ্যে থেকে সময় খুঁজে নিয়ম করে চলে গান চর্চা। ছোট থেকেই গান শুনতে ভালবাসা।তারপর, একটু একটু করে গানের সমুদ্রে ডুব দেওয়া। এক সময় যে সমস্ত মানুষ গান শুনে বিরক্ত বোধ করত। তাদের মধ্যে থেকেই গান শোনার আবদারও আসে। তাতে আরও বেশি করে গান গাইতে আগ্রহ বা উৎসাহ পায় মিহিরুল । গুরু ধরে গান শেখার সৌভাগ্য হয়নি কখনও। তবে বেশ কয়েকজন বন্ধু মিলিত হয়। যারা গান শিক্ষা এবং গানের চর্চায় থাকেন। তাদের সঙ্গে মিলিত হয়ে নিজেদের ব্যান্ড তৈরি। এরপর নিজেরাই বেশ কিছু গান লেখা এবং তার সুর করে গেয়ে ফেলা।প্রতিষ্ঠিত শিল্পী হয়ে বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে মিহিরুল মিরাজ । শৈশবে সেভাবে গুরুত্ব না পেলেও পরবর্তী সময়ে পরিবার আত্মীয়-স্বজন সকলেই ভীষণ উৎসাহ যোগায়। পরিবার বন্ধুবান্ধব মিলে অডিশনের জন্য উৎসাহিত করলেও হয়ে কখনও অডিশন দেওয়া হয়ে ওঠেনি বলেই জানায় মিহিরুল।

বুকের পাঁজর প্রসঙ্গে মিহিরুল মিরাজ বলেন, মূলত গানটি আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি।
তাছাড়া গানের কথাগুলোর মধ্যে গভীর কিছু অনুভূতি লুকিয়ে আছে, যা আমি মনে করি অনেকের সঙ্গে মিলে যায়।
অনলাইনে গানটি এতোটা আলোড়ন সৃষ্টি করবে সেটা মিহির আগে ভাবেননি।
কেমন লাগছে পুরো বিষয়টি জানতে চাইলে মিহির বলেন, রাস্তায় হাঁটলে অপরিচিত অনেকে এসে আমার সঙ্গে কথা বলছেন, গানের প্রশংসা করছেন। এটা বেশ উপভোগ করছি। তাছাড়া অনেক সঙ্গীতশিল্পী আছেন যাদের গান আমি খুব পছন্দ করি। তবে আগে কখনও কথা হয়নি। কিন্তু এখন তারা নিজেরাই আমার খোঁজ খবর নিচ্ছেন। এটা অনেক বড় প্রাপ্তি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বুকের পাঁজর গানটির কারিগর কে এই মিহিরুল মিরাজ?

আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

শখের বশে গান ! ভাইরাল হওয়া বুকের পাঁজর গানটির কারিগর কে এই মিহিরুল মিরাজ
গান গেয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেলেন মিহিরুল মিরাজ নামের এই তরুণ, মানুষের বাস্তব জীবনের গল্প লিখে সুর করে গেয়ে ফেলা , গান ভালোবেসে গান শুনে গাইতে শেখা ! শিক্ষা গুরুর হাত না ধরেই গানের জগতে প্রবেশ। প্রত্যন্ত শহরের এই তরুণের গান সোশ্যাল মিডিয়ায় দারুন জনপ্রিয়তা পেয়েছে। তরুণের বহুমুখী প্রতিভায় মুগ্ধ করছে সকলকে। মিহিরুল মিরাজ কেবলমাত্র গীতিকার কিংবা শুরু কারোই নয়, তিনি একজন গণমাধ্যম কর্মী ও জাতীয় দৈনিক গণকন্ঠ, ডেইলি টাইমস অফ বাংলাদেশ, ওয়েব নিউজ টেলিভিশন দৈনিক ভোরের আকাশ, জনতার জমিন, একুশে সংবাদ, দৈনিক জনতার জমিন সহ বেশ কয়েকটি মাল্টিমিডিয়ার ইনচার্জ হিসেবে ছিলেন,,বাংলাদেশ বেসরকারি ব্রডকাস্টিং টেলিভিশন চ্যানেল SATV

তিনি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছেন এবং বাংলাদেশ বেসরকারি অনলাইন ব্রডকাস্টিং চ্যানেল NewsTimes24BD এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। মিহিরুল মিরাজ এর ব্যক্তিগত পরিচয় তিনি ২০০৩ সালে নভেম্বর মাসের ২৭ তারিখে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন, তিন ভাই বোনের মধ্যে মেঝ মিহিরুল, গলায় মিষ্টি গান। পাড়া-প্রতিবেশী তো বটেই। গানের আবদার করে বসে সহকর্মীরাও পেশাগত দিকে সংবাদ কর্মী ।

কিন্তু গানের প্রতি রয়েছে তাঁর আলাদা টান। চরম ব্যস্ততার মধ্যে থেকে সময় খুঁজে নিয়ম করে চলে গান চর্চা। ছোট থেকেই গান শুনতে ভালবাসা।তারপর, একটু একটু করে গানের সমুদ্রে ডুব দেওয়া। এক সময় যে সমস্ত মানুষ গান শুনে বিরক্ত বোধ করত। তাদের মধ্যে থেকেই গান শোনার আবদারও আসে। তাতে আরও বেশি করে গান গাইতে আগ্রহ বা উৎসাহ পায় মিহিরুল । গুরু ধরে গান শেখার সৌভাগ্য হয়নি কখনও। তবে বেশ কয়েকজন বন্ধু মিলিত হয়। যারা গান শিক্ষা এবং গানের চর্চায় থাকেন। তাদের সঙ্গে মিলিত হয়ে নিজেদের ব্যান্ড তৈরি। এরপর নিজেরাই বেশ কিছু গান লেখা এবং তার সুর করে গেয়ে ফেলা।প্রতিষ্ঠিত শিল্পী হয়ে বড় মঞ্চে গান গাওয়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে মিহিরুল মিরাজ । শৈশবে সেভাবে গুরুত্ব না পেলেও পরবর্তী সময়ে পরিবার আত্মীয়-স্বজন সকলেই ভীষণ উৎসাহ যোগায়। পরিবার বন্ধুবান্ধব মিলে অডিশনের জন্য উৎসাহিত করলেও হয়ে কখনও অডিশন দেওয়া হয়ে ওঠেনি বলেই জানায় মিহিরুল।

বুকের পাঁজর প্রসঙ্গে মিহিরুল মিরাজ বলেন, মূলত গানটি আমার বন্ধুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছি।
তাছাড়া গানের কথাগুলোর মধ্যে গভীর কিছু অনুভূতি লুকিয়ে আছে, যা আমি মনে করি অনেকের সঙ্গে মিলে যায়।
অনলাইনে গানটি এতোটা আলোড়ন সৃষ্টি করবে সেটা মিহির আগে ভাবেননি।
কেমন লাগছে পুরো বিষয়টি জানতে চাইলে মিহির বলেন, রাস্তায় হাঁটলে অপরিচিত অনেকে এসে আমার সঙ্গে কথা বলছেন, গানের প্রশংসা করছেন। এটা বেশ উপভোগ করছি। তাছাড়া অনেক সঙ্গীতশিল্পী আছেন যাদের গান আমি খুব পছন্দ করি। তবে আগে কখনও কথা হয়নি। কিন্তু এখন তারা নিজেরাই আমার খোঁজ খবর নিচ্ছেন। এটা অনেক বড় প্রাপ্তি।