চলতি বছরের ঈদুল ফিতরের পর জনপ্রিয় নাট্যনায়ক জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জুটির পরিচয় নাট্যজগতের মধ্যেই গড়ে ওঠে এবং এক সময় ভালো লাগায় পরিণত হয়।
দুই পরিবারের সম্মতিতে ৬ এপ্রিল উত্তরায় তাদের বিয়ে সম্পন্ন হয়। যদিও প্রথমে মুনমুন বিয়েতে রাজি ছিলেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার মা আগে বলতেন যে নোয়াখালী বা বরিশালের ছেলেকে তিনি বিয়ে করবেন না। মুনমুন বলেন, আমি প্রথমে রাজি ছিলাম না, পরে পরিবারের সবাই আমাকে রাজি করিয়েছে। জামিল ভালো ছেলে, তাই আমি রাজি হয়েছি।
মুনমুন আরও বলেন, সব এলাকায় ভালো-মন্দ মানুষই থাকে। জামিলের জন্ম সিলেটে হলেও পৈতৃক সূত্রে তিনি নোয়াখালীর। তিনি সত্যিই ভালো মানুষ।
কাজের বিষয়ে মুনমুন জানান, তাদের শিগগিরই একটি নাটকে একসঙ্গে দেখা যাবে, যা ইতিমধ্যে আরটিভিতে সম্প্রচারিত হয়েছে। তিনি সকলের জন্য দোয়ার আহ্বান জানান।
জামিল হোসেন দেশের নাট্যাঙ্গনে পরিচিত মুখ। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর মাধ্যমে তার পরিচয় গড়ে উঠে এবং এরপর অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন।
অন্যদিকে, মুনমুন আহমেদ ঢাকায় বেড়ে উঠেছেন। ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ শেষে ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পাওয়া মুনমুন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন এবং নাটকেও সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।