ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে সোনাইমুড়ী ছাত্রদলের মানববন্ধন

- আপডেট সময় : ০৭:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৩ বার পড়া হয়েছে
ঢাকায় বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগ এর মেধাবী শিক্ষাথী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ
অস্ত্রধারী সন্ত্রাসীদের চুরিকাঘাতে নিরমমভাবে খুন হওয়ার প্রতিবাদে,
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি ঘোষণার অনুযায়ী,
নোয়াখালী ১ আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার এম এ মাহবুব উদ্দিন খোকনের, সার্বিক সহযোগিতায়,ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের তত্ত্বাবধানে
খুনিদের বিচারের দাবিতে,
নোয়াখালীর সোনাইমুড়িতে, মানববন্ধন আয়োজন করেন, সোনাইমুড়ি উপজেলার পৌরসভা ও কলেজ ছাত্রদল,
উক্ত মানববন্ধন ছাত্রদলের নেতৃবৃন্দ,বলেন অতি দ্রুত প্রকাশ্যে খুনি সন্ত্রাসীদের আইনের আওতায় এনে,বিচারের দাবি করেন,
অন্যথায় বাংলাদেশ ছাত্রদল এক সাথে সারাদেশে আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ডাকা দেয়ার হুঁশিয়ারি দেন,
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়িত হয়, গত পাঁচ এ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের অগ্রণী ভূমিকা পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,
তাই এখনও যদি ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মীদের এভাবে জীবন দিতে হয় এটা আমাদের জন্য কষ্টদায়ক
তাই আমরা বর্তমান ইউনুস সরকারের কাছে, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি,
উক্ত মানববন্ধনে, উপস্হিতি ছিলেন সোনাইমুড়ী উপজেলা ছাএদল এর আহ্বায়ক নাজিম উদ্দিন রনি
ও
সোনাইমুড়ী উপজেলা ছাএদল এর সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম,
সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ইমাম হোসেন রকি ও পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন অপু,
সোনাইমুড়ি পৌরসভা ছাত্রদলের, যুগ্ম আহ্বায়ক, আলী হোসেন ও পারভেজ ও পারভেজ,
সদস্য সচিব সোহেল উদ্দিন সজীব,
সোনাইমুড়ি কলেজ ছাত্রদলের আহবায় জাবেদ হোসেন ও যুগ্ন আহবায়ক ফয়সাল আহমেদ মাহমুদ সহ স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মনিরুজ্জামান সোনাইমুড়ী