গাইবান্ধা এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে ৯ পরীক্ষার্থী বহিষ্কার

- আপডেট সময় : ০৫:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ১১ বার পড়া হয়েছে
গাইবান্ধায় এসএসসি ও দাখিল পরীক্ষায় নকল করার দায়ে ৯ শিক্ষার্থী ও ১ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে নকল করার দায়ে ৫ পরীক্ষার্থীকে ও মোবাইল ব্যবহার করে নকল করার দায়ে একই উপজেলার কামদিয়া দারুল উলুম আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ পরীক্ষার্থী ও সহযোগিতার দায়ে ১ শিক্ষককে বহিষ্কার করা হয়। অপরদিকে গাইবান্ধার সাঘাটায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৩ পরীক্ষার্থী মোবাইল ফোন দ্বারা নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় যে,
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে চলমান ২০২৫ এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় ১০১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত ছিলেন এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে অভিযুক্ত পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন দ্বারা নকল করার প্রমাণ পাওয়ার পর কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদেরকে বহিষ্কার করে এবং জব্দ করে ৩টি মোবাইল ফোন। এ
ঘটনার পর বহিষ্কৃত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনরা কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে নানা হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম দ্রুত কেন্দ্র পরিদর্শন করেন এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।
উক্ত ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল।