ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পলাশবাড়ীর বেত কাপা ইউনিয়ন পরিষদে রোহিঙ্গা সনদ প্রদান করায় তদন্ত প্রক্রিয়া চলমান নোয়াখালী সোনাইমুড়িতে বৈদ্যুতিক মিটারের সংযোগ নিয়ে দ্বন্দ্বে এক বৃদ্ধ ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন গাইবান্ধা জেলা পরিষদের আওতায় পলাশবাড়ী এডিপি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ জামিনে মুক্তির পর গাইবান্ধা কারাগার গেট থেকে পৌর আ.লীগ নেতা গ্রেফতার ভিত্তিহীন অভিযোগেদলকে জড়িয়ে মানববন্ধন বিচার চাইলেন কৃষকদল নেতা  ঘাঘট নদীর পাড়ে ঘাঘট শিশু পার্ক এলাকায় ‘মানববন্ধন’ নামে একটি মুক্তমঞ্চের ভিত্তি প্রস্থর স্হাপন সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – বিএনপির ভাইস-চেয়ারম্যান মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ভূইয়ারহাট বাজারের ড্রেন এর কাজ। ‎গোবিন্দগঞ্জে ইউপি চেয়ারম্যান রফিকুলের‎বিচারের দাবিতে সাঁওতালদের সমাবেশ গাইবান্ধায় কৃষকদল ও যুবলীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ

সাইফিয়া দরবার শরীফের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ

সাজ্জাদুর রহমান
  • আপডেট সময় : ০২:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে

সাইফিয়া দরবার শরীফের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ

লক্ষীপুরে সাইফিয়া দরবার শরীফের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ করেন সাইফিয়া দরবার শরীফে পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ আতায়ের রাব্বী সিদ্দিকী আস-সাইফি। লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে ধীরগতিতে পানি নামায় এখনো ডুবে আছে ঘর-বাড়ি। তবে ধীরগতিতে পানি কমায় পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা। বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনো বাড়ি-ঘর তলিয়ে রয়েছে। ফলে দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। জেলায় এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ।

এদিকে সদর উপজেলার কুশাখালীর জাউডগী, নলডগী, বসুদৌহিদা, চরশাহী, আন্ধারমানিক, রায়পুরের চরকাচিয়া ও চরঘাসিয়ার মতো দুর্গম কিছু এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় সংকটে আছেন এসব জায়গার বাসিন্দারা। ভয়াবহ এ বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার প্রতিটি এলাকার মানুষ এখনো পানিবন্দী। বিশেষ করে রামগতি ও কমলনগর উপজেলায় সদর উপজেলার পূর্বাঞ্চলের মান্দারী, চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, বাঙ্গাখাঁ, কুশাখালী, লাহারকান্দি, পাবর্তীনগর, বশিকপুর, হাজিরপাড়া ও উত্তর জয়পুরসহ ৫৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে এসব এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাইফিয়া দরবার শরীফে পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ আতায়ের রাব্বী সিদ্দিকী আস-সাইফি। এসময় দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

সাইফিয়া দরবার শরীফের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ

আপডেট সময় : ০২:৩২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪

লক্ষীপুরে সাইফিয়া দরবার শরীফের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় খাদ্য বিতরণ করেন সাইফিয়া দরবার শরীফে পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ আতায়ের রাব্বী সিদ্দিকী আস-সাইফি। লক্ষ্মীপুরে বন্যা কবলিত এলাকা থেকে ধীরগতিতে পানি নামায় এখনো ডুবে আছে ঘর-বাড়ি। তবে ধীরগতিতে পানি কমায় পরিস্থিতির উন্নতি হয়নি খুব একটা। বিভিন্ন সড়ক থেকে পানি কিছুটা নামলেও এখনো বাড়ি-ঘর তলিয়ে রয়েছে। ফলে দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। জেলায় এখনো পানিবন্দী ১০ লাখ মানুষ।

এদিকে সদর উপজেলার কুশাখালীর জাউডগী, নলডগী, বসুদৌহিদা, চরশাহী, আন্ধারমানিক, রায়পুরের চরকাচিয়া ও চরঘাসিয়ার মতো দুর্গম কিছু এলাকায় এখনো ত্রাণ না পৌঁছানোয় সংকটে আছেন এসব জায়গার বাসিন্দারা। ভয়াবহ এ বন্যায় জেলার পাঁচটি উপজেলার ৫৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার প্রতিটি এলাকার মানুষ এখনো পানিবন্দী। বিশেষ করে রামগতি ও কমলনগর উপজেলায় সদর উপজেলার পূর্বাঞ্চলের মান্দারী, চন্দ্রগঞ্জ, চরশাহী, দিঘলী, বাঙ্গাখাঁ, কুশাখালী, লাহারকান্দি, পাবর্তীনগর, বশিকপুর, হাজিরপাড়া ও উত্তর জয়পুরসহ ৫৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে এসব এলাকার বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাইফিয়া দরবার শরীফে পীর সাহেব কেবলা শাহ মোহাম্মদ আতায়ের রাব্বী সিদ্দিকী আস-সাইফি। এসময় দুইশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তিনি।