নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় অটো রাইচ মিল পানির নিচে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় অটো রাইচ মিল পানির নিচে

- আপডেট সময় : ০৬:২১:১২ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে

চলমান বন্যা পরিস্থিতিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় অটো রাইচ মিল পানির নিচে নি¤œর্জিত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বেগমগঞ্জ উপজেলার জননী অটো রাইচ মিল, গ্রামীণ অটো রাইচ মিল, আমানত অটো রাইচ মিল, নাজিমিয়া অটো রাইচ মিল সহ মোট ১৪টি অটো রাইচ মিল পানিতে প্লাবিত হয়ে মিল মালিকদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে সরকারের সাথে ফুড কন্টোলারের মাধ্যমে চাউল চুক্তি সম্পাদন করিতে পারে নাই অনেকেই। সরকারের কাছে সময় চাইলে উনাদেরকে সময় দেয়নি বলে জানান জননীয় অটো রাইচ মিল মালিক মোঃ নিজাম উদ্দিন।
তিনি আরো বলেন, সময় না দেওয়াতে উনাদের সিকিউরিটি মানি আটকে আছে। তাই সরকারের কাছে উনাদের ক্ষতিপুরনসহ সিকিউরিটি দেওয়ার জন্য অনুরোধ করেন।
বাংলাদেশ অটো মেজর আর্সিং অনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী আকবর হোসেন বলেন, ফেনী, নোয়াখালী, ল²ীপুর ভয়াবহ বন্যার কবলে প্লাবিত হয়েছে। এতে আমাদের ১৪টি মিলের ভিতরে পানি প্রবেশ করে ধান, চাউল, মিলের মটর ও যন্ত্রাংশসহ মিল মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে ব্যাংক লোনসহ নানাবিধ সুবিধা দেয়ার জন্য অনুরোধ করছি।
ভক্স পঃ পঃ মোঃ নিজাম উদ্দিন, মালিক, জননী অটো রাইচ মিল।
ভক্স পঃ পঃ মালিক, গ্রামীণ অটো রাইচ মিল।
সিংক : আকবর হোসেন,
বাংলাদেশ অটো মেজর আর্সিং অনার্স এসোসিয়েশন নোয়াখালী জেলার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারী।
