সারাদেশের ন্যায় নোয়াখালীতেও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

- আপডেট সময় : ০৬:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্পটে বন্যার্তদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ শাখার পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নোয়াখালী দক্ষিণ শাখার সভাপতি ছাত্র নেতা হাবিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী ছাত্র নেতা নুরুল বশর আজিজী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় স্কুল কলেজ বিষয়ক সম্পাদক, আশিকুল ইসলাম, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সহ-সভাপতি, শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ওলী উল্লাহ, নোয়াখালী জেলা সূরা সদস্য, ছাত্র নেতা হাসান মাহমুদ
আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অঙ্গ সংগঠনের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ আরো অনেকে।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপদগ্রস্ত কয়েকশ নারী পুরুষের হাতে দলের পক্ষ থেকে ত্রাণ সহায়তা তুলে দেন।