মানবিকতার ডাকে সাড়া দিয়েছেন পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।
বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন উত্তরা বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৭:৪১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

দেশের উত্তর ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের প্রবল বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা

বন্যা কবলিত মানুষ যখন খাদ্য, বস্ত্র ও ওষুধের অভাবে মানবেতর জীবন যাপন করছে,ঠিক তখন মানবিকতার ডাকে সাড়া দিয়েছেন পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

এদিকে শিক্ষার্থীরাও বিভিন্নভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিভাগ, পোশাক ও খাবারসামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। অনেকে আবার ব্যক্তিগত উদ্যোগে পোশাক, শুকনো খাবার, ঔষধ ইত্যাদি সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় পাঠাচ্ছেন। তহবিল সংগ্রহ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি টিম বন্যা দুর্গত এলাকায় গিয়ে বিপর্যস্ত মানুষের উদ্ধারে কাজ করছেন

