গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

- আপডেট সময় : ০৪:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে বাসন এলাকায় বিক্ষোভ শুরু হয়।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা বলেন, নগরীর বাসন সড়ক এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের বেতন বাকি। কর্তৃপক্ষের কাছে তারা মজুরির দাবি করে আসছিলেন। এ দাবিতে সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নেন। অবরোধ করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। যানজটে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করছেন। কারখানার সব শ্রমিকের জুলাই মাসের বেতন বুধবার (২১ আগস্ট) পরিশোধ করার কথা থাকলেও তা না করায় তারা আন্দোলন শুরু করেছেন।

