তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

- আপডেট সময় : ০৩:২৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩০ বার পড়া হয়েছে
ঢাকার অদূরে সাভারে একটি সিরামিক কারখানা দখল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য কারখানায় গেলে নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকাশ মাহমুদের (৩৫) উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার (২৬ মে) আনুমানিক সকাল ১১ টার দিকে সাভার উপজেলার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের কারখানায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আকাশ মাহমুদ কালবেলাকে বলেন, একটি পক্ষ স্থানীয় একটি সিরামিক কারখানা দখলের চেষ্টা করে আসছিল দীর্ঘদিন ধরে। সকাল সাড়ে নয়টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মালিকপক্ষের একটি অংশ জোরপূর্বক কারখানা দখল করার চেষ্টা ও শ্রমিকদের কারখানা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।

ঢাকার অদূরে সাভারে একটি সিরামিক কারখানা দখল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তথ্য সংগ্রহের জন্য কারখানায় গেলে নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আকাশ মাহমুদের (৩৫) উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
রবিবার (২৬ মে) আনুমানিক সকাল ১১ টার দিকে সাভার উপজেলার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেডের কারখানায় এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আকাশ মাহমুদ কালবেলাকে বলেন, একটি পক্ষ স্থানীয় একটি সিরামিক কারখানা দখলের চেষ্টা করে আসছিল দীর্ঘদিন ধরে। সকাল সাড়ে নয়টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মালিকপক্ষের একটি অংশ জোরপূর্বক কারখানা দখল করার চেষ্টা ও শ্রমিকদের কারখানা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে এমন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অতর্কিত হামলা চালায় এবং আমার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে জান তে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান কালবেলাকে বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞা রয়েছে এ বিষয়টি আমার জানা নেই কিংবা আমাকে কেউ জানায়নি । ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে সাংবাদিকের উপর হাত তোলা কোনোভাবেই উচিত হয়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
