বামবার মুক্তির কনসার্ট
বামবার মুক্তির কনসার্ট

- আপডেট সময় : ০৩:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস (বামবা)। বৈষম্যবিরোধী আন্দোলনে নিজেদের অবস্থান আগেই জানিয়েছিল সংগঠনটি। এবার একটি বিশেষ কনসার্টের আয়োজন করতে যাচ্ছে তারা। ‘মুক্তি কনসার্ট’ শিরোনামে আগামী ৩১ আগস্ট রাজধানী ঢাকায় এটি অনুষ্ঠিত হবে। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি ।
বিবৃতিতে বলা হয়, ‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’
বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু—একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি’

এমন বার্তা দিয়ে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে।
তবে এই কনসার্টের লাইনআপ ও ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষসারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিগগিরই বামবার পক্ষ থেকে এ সম্পর্কিত সব তথ্য প্রকাশিত হবে বলেও জানায় তারা।
